ভবঘুরেকথা

আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন্‌ খেপা সে!
ওরে আকাশ জুড়ে মোহন সুরে কী যে বাজে কোন্‌ বাতাসে॥

গেল রে গেল বেলা,
পাগলের কেমন খেলা-
ডেকে সে আকুল করে, দেয় না ধরা।
তারে কানন-গিরি খুঁজে ফিরি,
কেঁদে মরি কোন্‌ হুতাশে॥

………………………
রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1316
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!