ওরে পরাণের বন্ধুরে নিশি যোগে আমার বাড়ী যাইও।
(বন্ধুরে) জ্বালাইয়ে মোমের বাতি,
জেগে থাকব সারা রাতি,
আশা দিয়ে জলে না ভাসাইও।
(বন্ধুরে) লোক করে কানাকানি,
তুমি জান আর আমি জানি,
পাড়ার লোকে জানিতে ন দিও।
(বন্ধুরে) রাখি হৃদ পালঙ্গ সাজাইয়া,
ফুলের রেণুর শয্যা দিয়া,
চুপে চুপে আসিয়া বসিও।
(বন্ধুরে) স্বপনে দেখা দিলা
পুন ফিরে না আসিলা,
প্রেম খেলার নিদয় না হইও।
রমেশ বলে তোমার আশে,
দিন গুনি বসে বসে,
হীন দাসে ভুলিয়া না যাইও।