সে তো নাগর গুণের সাগর, সদাই যে বিরাজ করে।
কে বিরাজ দেহের মাঝে, প্রেম ডুরে আগে ধর তারে।।
সে যে ভাব নিরাকার, হস্ত-পদ নাইকো তার
নাসিকায় ছিদ্র দিয়া, মিশিয়া পবন ভরে।।
চিনিলে হবে সাধন করলি না কেন তার অন্বেষণ
দেখ দেলে পর্দা খুলে, দিব্য নয়ন দিয়া তোরে।।
সে সাধের মোহন চূড়া, পার যদি ধর তোরা।
দেখ তুমি নিরক্ষিয়া ফকির চাঁদ বলে স্বরূপ পুরে।।