আঠার লাভ সত্তর হাজার সাল, এক জনম চলে যায়।।
মায়ের খবর কে বলবে আমায়।
মা মা বলে ডাকছি আমি ভক্তি দিব মায়ের পায়।।
শুনি মায়ের মা তিনি, পিতার মা তিনি,
কি আকারে ছিলে মাগো, খবর না জানি।
মায়ের কোন দিক মাতা, কোন্ দিক পিতা
কেমন করে চিনা যায়।।
মা মা অধম যে ডাকে, মায়ের সাত জনম শুনি লোকের মুখে।
কোন্ জনমে কি নাম তোমার,
নাম রেখেছেন কোন্ বিধাতায়।।
কুদরত কামিনী বলছো কারে, পুশিদার ভেদ বল মোরে।
শুনি কুদরতেতে দুনিয়া হয় রে
তবে নুরের কথা কেন কয়।।
ফকির চাঁদের এই নিবেদন, ‘শুনি কুদরতে করেছ সৃজন।
সাত জনম মায়ের হল যখন, এক এক জনম কতকাল কাটায়।’