সখীর ধ্যান
সখীনাং সখিবীরুপাং আত্মানাং বাসনাময়ী:।
আক্তা সেবা পরতত্ত্বং কৃপালঙ্কার ভূষিতাং।।
গোপীর ধ্যান
ত্রৈলোক্য-পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনং পুরী।
তত্রৈকা গোপিকা ধন্যা যত্র রাধা শিরোমণি:।।
গোপী গায়ত্রী
গোপীজনায় বিদ্মহে গোপীজনায় ধীমহি তন্নোকৃষ্ণ: প্রচোদয়াৎ।
আত্মার ধ্যান
আত্মারাং চিন্তয়েত্তত্র তাসাং মধ্যে মনোরমাং।
রূপযৌবনসম্পন্নাং কিশোরীং প্রমদাকৃত্তিম্।।
অথ বীজার্থ
বৃন্দাবনে অ-প্রকৃত নবীন মদন। কামবীজ কামগায়ত্রী হার উপাসন।। কামবীজ কামগায়ত্রী ভজনা করিলে। রাধাকৃষ্ণ লাভ হবে শ্রীরাসমন্ডলে। কামবীজে কাম ধ্বংস হয় অনিবার। মাধুর্য্য সাধন মন্ত্র কামবীজ সার।। শ্রীরাধিকা হয কামবীজের স্বরূপ। কৃষ্ণের আশ্রয় তাতে লাভ অপরূপ।। কামবীজের রাধাকৃষ্ণ গায়ত্রী সে সখী। নিষ্ঠা করি ভজ সবে হৃদয়েতে রাখি।।