আমার মাটির ঘরে বসত করে
এক জংলা পাখি
কয়না কথা ময়না তোতা
করি মাখামাখি।।
ঘরটাই তার অপছন্দ
পাখির সাথে চিরদ্বন্দ্ব
তার আবল তাবল হয় না বন্ধ
আদর করে যতো ডাকি
কয়না কথা ময়না তোতা
করি মাখামাখি।।
করাতির ধার পাখির মুখে
বিন করেছে খাঁচার বুকে
ও যে ফাঁক বুঝিয়া ফাঁকেফাঁকে
সদায় মারে উকি জুকি
কয়না কথা ময়না তোতা
করি মাখামাখি।।
চতুর দিকে পড়শিরা
দেখে তার বিশ্বাস বেদারা
দুই চার দিন রাখিতে তারা
দেয় ছলা কলা সামনে মাখি
কয়না কথা ময়না তোতা
করি মাখামাখি।।
মাতাল রাজ্জাক কয় ছলে বলে
খাঁচার পাখি উইরা গেলে
শাপলা সুজন বাবলা বলে
কেউ করবে না ডাকাডাকি
কয়না কথা ময়না তোতা
করি মাখামাখি।।