দেখে এলাম নীল যমুনার কূল
ও ভাই সবুল রে দেখে এলাম নীল যমানার কূল।
সে যে কুচবরণ মেয়ে ভাইরে
মেঘবরণ তার মাথার চুল।।
তার হাসিতে বিজলির ঝলক
মলিন করে চাঁদের আলোক গো-
সে রূপ কেউ যদি দেখে একপলক
নিজেকে নিজের হয় ভুল।।
রূপ দেখিয়া যমুনার তীর
অচল হলো মলয় সমীর গো-
আরো গতিশূন্য যমুনার নীর
দিশেহারা অলিকুল।।
সে যে ভূবন মনমোহিনী
স্বয়ং প্রকৃতি তার পূজারিণী গো-
তার অর্ঘ্যযোগায় ফুলবনানী
বোঁটা খুলে ফোটাফুল।।
পাগল বিজয় কয়, এই রূপের হেতু
এলো ত্রিলোকে গোলকের বস্তু গো-
রেখে গেছে মুক্তির সেতু
ধন্য তাই ব্রজগোকুল।।