দাস্তে ইয়াদ করো বান্দা, হাত দিয়া পীরের হাতে।
যথায় বান্দা তথায় খোদা, বসত করে এক সাথে।।
আহাদের সেই আলিফ খাড়া, তাতে হয় বান্দার চেহারা
দাল-এ ওযুদ দিল সাহারা, মিলন হয় এসমে জাতে।।
গোপন ছিলো আহাদ নামে, দুই আসিলো পাঁচের বামে
পাচঁ পাঁচা পঁচিশের নামে, প্রকাশ হলো জজবাতে।।
মীমের নকশা যার উপরে, দুই জাতে চার সেফাত ধরে
যেমন রাখছে হাসানেরে, ইশ্রাইল শাহর পাক জাতে।।