হজ্ব যাকাত আর, নামাজ রোজায়।
খোদা মিলে নারে, আশেকের দেওয়ানা।।
ও মনোরে হজ্ব যাকাত আর নামাজ রোজা, শরীয়তের রাস্তা সোজা
তাতে মিলে বেস্তের ঠিকানা,
ধ্যানে রাখো নবীর ছবি, এবাদতে আল্লাহ পাবি
খুঁজলে নবী বেশী দূরে না।।
ও মনোরে বলতে গেলে হাকিকত, শরিয়তের মাথায় হাত
বুকে আছে মুখে বলে না,
পড়ে দেখো আল-কোরান, আল্লাহ নবীর এক পরান
মুরিদ ছাড়া আল্লাহ পাবা না, তুমি রাসুল পাবা না।।
ও মনোরে মুরিদ যদি আঘাত পায়, লাগে পীরের কলিজায়
আশেক হইলে মাশুকে ফানা,
এসকে আশেক হলে ফানা, আল্লাহ সেথায় জায়গা পায় না
হাসান মিয়া দেখেও বুঝে না।।