কে বলে পীরিতি ভাল
আমার ভাল হল কৈ,
পীরিত করে ভাসি নীরে
কেবা ধরে তোলে সই।।
একবার ডুবি একবার ভাসি
প্রেম হয়েছে গলায় ফাঁসি,
ঘরে পরে করে দোষী
মন মরমে মরে রই।।
কে জানে সই এমন হবে
কাঁচা বাঁশে ঘুণে খাবে,
একূল ওকূল দুকূল যাবে
কলঙ্গিনী হবো সই।।
প্রথম পীরিতি কালে
গগনের চাঁদ হাতে দিলে,
বাবু বলে প্রেম ছলে
ঐ পিরীতের ঔষধ ঐ।।