ভবঘুরেকথা

জননী গো বিনয় করি তোরে।
গোষ্ঠ মাঝে দে গো বিদায় প্রাণের বেণু করে।।

জীবন ধন তোর
কাল রতন (মা-গো),
নিকটে চরাব গোধন
যাব না গো দূরে।।

সঙ্গে যদি থাকে কৃষ্ণ
পাব না বনে কোন কষ্ট,
(মা-গো) ক্ষুধা তৃষ্ণা হয় গো নষ্ট
কৃষ্ণ মুখ হোরলে।।

ভাই কানাই কি গুণ জানে
অন্ন ভোজন করায় বনে,
(মা-গো) লয়ে যাই গো সেই কারণে
শ্যাম জলধরে।।

দাস পীতাম্বর তোর গোপালে
রাখবে সদা হৃদকোমলে (মা-গো),
বেলা অবসান হলে
এনে দিব ধরে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!