ওরে আমার দরদীরে
তুমি ছারা এ দুনিয়ায়,
আর আমার দরদী নাই
অকুল দরিয়ায় ভেসে যাই।।
দরদীর প্রেমে পড়ি
ছেড়েছি যে ঘর বাড়ি,
আমি যদি ডুবে মরি
তুমি দায়ী হবে তাই।।
দরদ দেওয়া, দরদ নেওয়া
এ বিশ্ব বিরাট খেয়া,
কার কখন ডুবে ভায়া
দেহ তরী জানতে চাই।।
ভবার দরদী তুমি
ওহে কৃষ্ণ অন্তর্যামী,
হাল্ ধরিও জগৎ স্বামী
ওহে ঠাকুর ব্রজের কানাই।।