মহাদেবের ১০৮ নাম-
হাস্যমুখে মহেশ্বর কহেন বর্ণন।
শতনাম স্তোত্ররাজ করহ শ্রবণ।
১. ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর।
২. বিষ্ণুসখা নাম মম বৈকুণ্ঠ- নগর।
৩. হরিহর নাম খ্যাত গোলোক নগরে।
৪. যমেশ্বর নাম মম শমনের পুরে।
৫. ইন্দুপুরে রাজরাজ নাম ধরি আমি।
৬. চিন্তামণি বলি মোরে ডাকে ইন্দ্রাণী।
৭. সুরগণ বলে মোরে অধমতারণ।
৮. কমলা ডাকেন বলি বৃষভ- লাঞ্ছন।
৯. যোগীগন মাঝে আমি হই যোগেশ্বর।
১০. সিদ্ধগন কহে মোরে জগত ঈশ্বর।
১১. লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ।
১২. দরিদ্র- ঘরেতে আমি জানিবে দীনেশ।
১৩. সাগর রাখিলা মোর নাম শূলপাণি।
১৪. প্রাণপতি নামে মোরে ডাকেন ভবানী।
১৫. শৌনক রাখিলা মোর বিশ্বপতি নাম।
১৬. নীলকণ্ঠ নাম মম বসুগন ধাম।
১৭. ব্যাসদেব ডাকে মোরে জগদগুরু নাম।
১৮. মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে।
১৯. কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন- সারথি।
২০. কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি।
২১. হিমালয় রাখে নাম বাঞ্ছাকল্পতরু।
২২. কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু।
২৩. চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্ক ভবনে।
২৪. অষ্টমূর্তিধর নাম মরীচি সদনে।
২৫. অঙ্গীরা রাখিল নাম কলুষ নাশন।
২৬. সনন্দ রাখিল নাম মনবিমোহন।
২৭. জলেশ্বর নাম মোর লবণ- সাগরে।
২৮. যোগীশ্বর নাম খ্যাত অত্রির- গোচরে।
২৯. অরুন্ধতি রাখে নাম ভুবন- পাবন।
৩০. গার্গীদেবী ডাকে বলি জগত মোহন।
৩১. কালভরহর নাম কালের ভবনে।
৩২. মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে।
৩৩. নক্ষত্রলোকেতে আমি নক্ষত্র জীবন।
৩৪. জ্ঞানযোগী মম নাম গুরুর সদন।
৩৫. সনাতন রাখে নাম হৃদয় বিহারী।
৩৬. মহামায়া পাশে আমি মহামায়াধারী।
৩৭. শ্মশাননিবাসী নাম জানিবে শ্মশানে।
৩৮. যজ্ঞধ্বংসী নাম মোর দক্ষের ভবনে।
৩৯. সতীপতি নাম মোর প্রসূতি- গোচর।
৪০. রুদ্রগণ রাখে নাম ব্রহ্ম- পরাৎপর।
৪১. ভক্তবাঞ্ছাকল্পতরু রামদত্ত নাম।
৪২. প্রহ্লাদ রাখিল নাম সর্ব গুণধাম।
৪৩. ভৃগুরাম রাখিল নাম দর্পখর্বকারী।
৪৪. জানকী রাখিল নাম গোবর্ধনধারী।
৪৫. দিকপাল সকলে ডাকে দিকপতিনামেতে।
৪৬. রাজ রাজেশ্বর আমি রাজার গৃহতে।
৪৭. বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা।
৪৮. তাল মম রাখে নাম অখিলের ধাতা।
৪৯. ত্রিপুরারি নাম মোর ত্রিপুর ভবনে।
৫০. ভৃঙ্গী মোরে ডাকে সদা দয়াময় নামে।
৫১. তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি।
৫২. রতিদেবী রাখে নাম কেলীকুতুহলী।
৫৩. ধ্রবলোকে মোর নাম করুণাসাগর।
৫৪. দেবলোকে মম নাম নরবংশধর।
৫৫. গণেশ রাখিল নাম গণ- অধিপতি।
৫৬. বিরূপাক্ষ নামে মোরে ডাকেন রেবতী।
৫৭. কপর্দী নামেতে মোরে ডাকে জনক রাজন।
৫৮. ধনুর্ধারী নামে মোরে ডাকেন রুদ্রগণ।
৫৯. যোগিনীগনেরা ডাকে ভূতনাথ নামে।
৬০. আশুতোষ নাম মোর ভক্তের সদনে।
৬১. সিদ্ধগণ কহে মোরে ত্রিগুন অতীত।
৬২. জগতকারু কহে মোরে সর্বহৃদিস্থিত।
৬৩. উমাপতি নামে মোরে ডাকে ধন্বন্তরি।
৬৪. জামদাগ্নি ডাকে মোরে গুড়াকেশ বলি।
৬৫. দধীচি ডাকেন মোরে নাম সিদ্ধেশ্বর।
৬৬. বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর।
৬৭. দণ্ডপাণি ডাকে মোরে সর্বানন্দ নামে।
৬৮. বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে।
৬৯. উদ্দালক ঋষি কহে বিপত্তিভঞ্জন।
৭০. সোমানাথ বলি ডাকে উতঙ্ক সুজন।
৭১. গরুর রাখিলা মোর নাম খগেশ্বর।
৭২. গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর।
৭৩. যুঠিষ্ঠির রাখে নাম ধরম সহায়।
৭৪. ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায়।
৭৫. নকুল রাখিল নাম নকুল- ঈশ্বর।
৭৬. সহদেব রাখে নাম ভীম বজ্রধর।
৭৭. শম্ভুনাথ বলি ডাকে গন্ধর্বের গণ।
৭৮. একলিঙ্গ কহে বালখিল্য মুনিগণ।
৭৯. রোগহারী নাম রাখে দেবী সত্যবতী।
৮০. পবন রাখেন মোর নাম সদাগতি।
৮১. জৈমিনি আমার নাম রাখে ভদ্রেশ্বর।
৮২. দুর্বাসা রাখিলা মোর নাম বক্রেশ্বর।
৮৩. চাঁদবেণে ডাকে মোরে হয়গ্রীব নামে।
৮৪. মহারুদ্র মোর নাম দধীচি- সদনে।
৮৫. মোর বৃষ ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর।
৮৬. বাণেশ্বর নাম রাখে বাণ নৃপবর।
৮৭. দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি।
৮৮. কৃত্তিবাস রাখে নাম কীর্তি- অধিপতি।
৮৯. পুস্পদন্ত রাখে নাম রজত ভূধর।
৯০. জাবালি রাখিল নাম ব্যাঘ্রচর্মাধর।
৯১. তারাগন ডাকে মোরে উগ্রকন্ঠ বলি।
৯২. তুণ্ডি ঋষি মোর নাম রাখে অস্থিমালি।
৯৩. নাগেশ্বর বলি মোরে ডাকে নাগগন।
৯৪. অনন্ত বলেন মোরে অনন্ত পাবন।
৯৫. কূর্মদেব রাখে নাম কূর্ম অধিপতি।
৯৬. সাধাগন রাখে নাম সকল বিভূতি।
৯৭. পুলহ রাখিল নাম সর্বমূর্তিধর।
৯৮. দিগ গজগণেরা বলে দিকপতিধর।
৯৯. সপ্তর্ষিগণেরা বলে সপ্তর্ষিরাজন।
১০০. তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ।
১০১. পর্বগণ সবে মোরে কহে পর্বপতি।
১০২. সংক্রান্তিগণের কাছে আমি রত্ননিধি।
১০৩. সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন।
১০৪. সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন।
১০৫. মর্ত্যলোকে নাম মম বিপদকান্ডারী।
১০৬. সুষেণ রাখিলা নাম গগনবিহারী।
১০৭. মন্মথ রাখিলা নাম মদণ দমন।
১০৮. মন্দোদরী কহে মোরে অখিল কারণ।
……………
সুমেরু পর্বতে মহাকাল শিব দেবী পার্বতীকে নিয়ে ভ্রমণে গেছিলেন।
সেখানে তিনি নারদ মুনি ও অনান্য ঋষি মুনি দের কাছে নিজের ১০৮ নামবর্ণিত করেন।
তথ্যসূত্র:
শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম
পণ্ডিত কালীপ্রসন্ন বিদ্যারত্ন
অক্ষয় লাইব্রেরী
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….
……………….
আরো পড়ুন:
আল্লাহর ৯৯ নাম
বুদ্ধের ২৮ নাম
মহাদেবের ১০৮ নাম
শ্রীকৃষ্ণের ১০৮ নাম
মা দুর্গার ১০৮ নাম
মা কালীর ১০৮ নাম
মা লক্ষ্মীর ১০৮ নাম
মা সরস্বতীর ১০৮ নাম
শ্রীশ্রী নৃসিংহদেবের ১০৮ নাম
শ্রীশ্রী গণেশের ১০৮ নাম
শ্রীচৈতন্য মহাপ্রভুর ১০৮ নাম
প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম
লোকনাথ বাবার ১০৮ নাম
শ্রী রামকৃষ্ণ ১০৮ নাম
শ্রীশ্রীমা সারদার ১০৮ নাম
শ্রীশ্রী বামাক্ষ্যাপার ১০৮ নাম