ভবঘুরে কথা
ফকির লালন বলেই খালাস ‘আমি একদিনও না দেখিলাম তারে’। এই তার মাঝে যে আমি’টা আছে সেই আমি’টাকে যে কে। বিষয়বাসনার এই যাপিতজীবনে তার দর্শন কি আদৌ সম্ভব? সর্বক্ষণ সঙ্গে থাকলেও যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। আবার অস্বীকারও করা যায় না।
এই যে জন্মের ভেতর দিয়ে ব্রহ্মাণ্ডে গমনাগমনের যে যাত্রা। এই সব দেখাশোনা, কিছু অহেতুক ভাবনা, শব্দে-কথায় ধরে রাখার জন্যই এই ভবঘুরে কথা। এরবেশি কিছু নয়।
যোগাযোগ:
- ঢাকা, বাংলাদেশ
মন্তব্য পাঠান
[contact-form-7 id="2991" title="Contact form 1"]