আর আমার কেউ নাই
আর আমার কেউ নাই, আর আমার কেউ নাই,
মুরশিদ তোমা বিনে।
একবার দয়া ক’রে চাও, গো মুরশিদ,
দীন-হীনের পানে।।
মুরশিদ তোমার করুণা-গুণে শোলা ডোবে, শিলা ভাসে,
ভক্তের বাঞ্ছা পুরাও না কেনে।
যদি হ’য়ে থাকি অপরাধী, তুমি তো জগতের পতি,
তোমার দীনবন্ধু নাম, জানি হে সন্ধান,
চেয়ে আছি তোমার চরণ পানে।।
মুরশিদ, যে জন তোমার শরণ লয়,
তার দশা কি এমন হয়?
তা তো তোমার উচিৎ নয়,
আমি অপরাধী, তুমি হে জগৎপতি
গতি নাই তোমার চরণ বিনে।।
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। এই পদটি অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় রাজশাহী ও রংপুর জেলা হতে সংগ্রহ করেন। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….