ভবঘুরেকথা
বাউল গান সাধু ফকির বয়াতী

মানুষে মানুষ রয়েছে মিশে

মানুষে মানুষ রয়েছে মিশে।
তোর নাই জ্ঞান-নয়ন,
ওরে অবোধ মন,
সে মানুষ-রতন
তুই চিনবি কিসে।।

আলেকের মানুষ থাকে আলোকেতে,
মোহ-অন্ধ জনে না পারে চিনিতে,
করে স্থানস্থিতি এই মানুষেতে,
পলকেতে যায়, পলকেতে আসে।।

স্বচৈতন্য মানুষ থাকে হাওয়া ধ’রে,
রূপে নয়ন দিয়ে এক নেহারে হেরে,
গুরুর চরণ সদাই ভাবিয়ে অন্তরে,
অ-ধর ধরতে পারে সে অনায়াসে।।

গোঁসাই গুরুচাঁদ বলে, দিয়ে গালাগালি,
থাকতে চক্ষু অন্ধ হ’লি, মানুষ না চিনলি;
ধিক রে তোর গালেতে চুন-কালি,
শত ধিক তোরে রাধাশ্যাম দাসে।।

…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।

রাধাশ্যামের পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- রাধাশ্যাম দাসের বাড়ি বীরভূম জেলায়। আহম্মদপুর স্টেশনের নিকটবর্তী চাঁদপুর গ্রামে রাধাশ্যামের গুরু গুরুচাঁদ গোস্বামীর ভজন-আশ্রম। বীরভূম হইতে সংগৃহীত।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!