যে-জন গুরুর করণ করেছে
যে-জন গুরুর করণ করেছে, তার বরণ আলাদা।
না পড়ে পলক, কপালে ঝলক, মুখে ফুটে তার কত সুধা।।
ও তার বরণ আলাদা।।
অঙ্গেরই কিরণ মেঘের বরণ,
গুপ্ত বিন্দু রয়েছে বাঁধা,
প্রেমের হিল্লোলে সদাই হেলে দোলে
দু:খ জানে না, আনন্দ সদা।।
তার মুখের হাসি যেন পূর্ণশশী
অধরে প্রকাশে দড়িম্ব আধা।
সে যে অধরায় ধরায় সদা মাতোয়ারা,
চলনে বলনে নাহি কোনো বাধা।।
ষোলতে ষোল দিয়ে হরি হরি শিঙ্গারে
চৌষট্টি স্থাপন করি’।
তম হরিয়ে রাসবিহারী
নিজে বিহরে তার হৃদয়ে সদা।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- কেঁদুলীর মেলায় বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম, মূর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান প্রভৃতি জেলা হইতে সমাগত বাউলদের নিকট হইতে বিশেষভাব গৃহীত বাউল গান।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….