গুরু বিনে আর ভজি না কারে
গুরু বিনে আর ভজি না কারে
গুরুময় এ ত্রিসংসারে।
গুরু-তত্ত্ব লাগি’ গোলোক-ত্যাগী
সাধলেন গুরু ব্রজপুরে।।
গুরু লাগি’ শিব শ্মশানবাসী,
গুরু, সনক, নারদ-আদি হ’লেন উদাসী,
জনক আদি যত ঋষি
সাধলেন গুরু নিষ্ঠা করে।।
দ্বাপরেতে শ্রীনন্দনন্দন
রাধা সহ গুরুবস্তু করিল যাজন,
না হয় রস-নির্যাস আস্বাদন
তাই এলেন নদেপুরে।।
গুরু কৃষ্ণ নিত্য ভগবান,
আব্রহ্মস্তম্ব গুরু নিত্যস্থান,
গুরু ব্রহ্ম, গুরু শিব,
গুরুরূপে সর্ব বিহরে।।
কলিযুগে গৌর ভগবান
গুরুতত্ত্ব নিত্যজ্ঞানে করে বর্তমান,
গুরুবস্তু ধ’রে রূপ-সায়রে
অনুরাগী সদা সাঁতারে।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- কেঁদুলীর মেলায় বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম, মূর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান প্রভৃতি জেলা হইতে সমাগত বাউলদের নিকট হইতে বিশেষভাব গৃহীত বাউল গান।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….