গুরুবাক্যে যে ঐক্য করছে
গুরুবাক্যে যে ঐক্য করছে, তারই লক্ষ্য ভেদ হয়েছে।
বাক্ ধরে যে বাঘ ধরে সে, পুথী-পত্রে প্রামাণ আছে।।
কবীর হয় যবনের ছেলে, গোঁসাই গুরুর বাক্ ধরিলে।
রামানন্দের কৃপা পেয়ে, রামরূপ হৃদে ছাপ পড়েছে।।
রাণী দেবীর কৃপা পেয়ে, তুলসীদাস মহৎ হ’য়ে
রামচরিত আর দোঁহা গেয়ে প্রকাশ হ’ল বিশ্বমাঝে।।
একলব্যের ঐক্য-ধারা কেবল মাটির মূর্তি গড়া,
হৃদে ধ্যানে মূর্তি ভরা, যুদ্ধে বিশারদ হয়েছে।।
গোঁসাই নরহরির বাক্য অনুরাগীর নাইকো লক্ষ্য,
গুরুবাক্যে হ’লে ঐক্য ভাবনা নাই ভবের মাঝে।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- কেঁদুলীর মেলায় বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম, মূর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান প্রভৃতি জেলা হইতে সমাগত বাউলদের নিকট হইতে বিশেষভাব গৃহীত বাউল গান।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….