গুরুর রতি-নিষ্ঠা হলে
গুরুর রতি-নিষ্ঠা হলে মিলাতে পারে অকৈতবে।
যে-ভাবে যে ভজন করে, মিলায় তারে সেই ভাবে।।
দময়ন্তী তার প্রমাণ আছে,
ভারতে ব্যাস লিখে গেছে;
বহু দু:খে প্রাণ পেয়েছে
আর গিয়েছে ধর্মে ডুবে।।
সাবিত্রীর নিষ্ঠা সত্যবানে,
বাঁচাল পতি যমে জিনে,
শ্বশুর-শ্বাশুড়ী অন্ধজনে
চক্ষুদান আর পুত্র লাভে।।
মরা পতি বেহুলা বাঁচায়
মনসার পাদপদ্ম-নিষ্ঠায়,
কর্ণ বৃষকেতু বাঁচায়
ছদ্ম বৃদ্ধ ব্রাহ্মণ সেজে।।
রোহিতের প্রাণ শৈব্যা বাঁচায়,
দ্বিজপুত্রে ছাত্র বাঁচায়,
মরা ছেলে ব্রাহ্মণী পায়,
পার্থের নিষ্ঠা বাসুদেবে।।
গোঁসাই নরহরি ভণে,
খাটলে বেতন পায় চার গুণে,
শেষে ভাতা বয় পেন্সনে,
অনুরাগী বুঝে নাও ভাবে।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- কেঁদুলীর মেলায় বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম, মূর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান প্রভৃতি জেলা হইতে সমাগত বাউলদের নিকট হইতে বিশেষভাব গৃহীত বাউল গান।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….