সামালে সামাবি রে মন
সামালে সামাবি রে মন ভাবের ভিতরে।
অমূল্য ধন পাবি রতন, মন রে, ভব-সংসারে।।
ভাবের অপার মহিমা,
ব্রহ্ম-বিষ্ণু-শিব দিতে নারে সীমা,
কি দিব ভাবের উপমা,
ক্ষুদ্রমতি নরে।।
যাতে হয় দ্বি-ভাব, সে-তো অসঙ্গত ভাব,
মজিস না এ ভাবে, কিছু পাবি না রে লাভ,
ভুলেও ভাবিস না রে দ্বি-ভাব,
তাতে ডুববি দু:খের সাগরে।।
ভাবের ডাল-পাতা দেখে হোস না রে বেতাল,
মূলে রাখবি ঠিক খেয়াল,
দেখিস যদি হোস অসামাল,
পড়ে থাকবি ভাবের বাহিরে।।
ভাবে ভাবনা যায় (মন রে),
ভাবে আছে আয়,
সদা লাভ তায়,
ষোল আনা থাকবে রে বজায়।
ভাব ধরলে মহা আনন্দ পায়,
অনায়াসে যায় পারে।।
ভাবগ্রাহী জনার্দন যদি করবি দরশন,
ভাবুক হ’য়ে যতনে ভাব কর গা রে সাধন,
ভাবের ভাব না জেনে ভাব-রতনে
চায় দ্বিজ গদাধরে।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- কেঁদুলীর মেলায় বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম, মূর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান প্রভৃতি জেলা হইতে সমাগত বাউলদের নিকট হইতে বিশেষভাব গৃহীত বাউল গান।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….