আছে কামের মধ্যে প্রেমের জন্ম বোঝা ভাব
(শুনরে মন আমার) আছে কাম নদীতে বেনাপতি জল
কত ডুবারু হয় রসাতল, যার আছে গুরু কৃপা বল
সে-জনা যাইবে পার।।
তার উৎপত্তি কারণ কথা বলি শুন
এই গাছেতে দুই রকম ফুল, লাল শ্বেত দুই সমতুল
এক গোড়া একই মূল হয় পুস্তকে
কয় কুদরতি লাল ভেঙ্গে হয় শ্বেত কিসে
আছে কাম আর প্রেম এই দুই জনা
কাম লোহা প্রেম কাঁচা সোনা, গাভীর ভাণ্ডে গোরচনা
লনী যেমন দুগ্ধের সর।।
প্রমাণ দেখ রয়েছে চন্দ্রের কাছে কাম কৃষ্ণপক্ষে অন্ধকারে,
আলো করে যে প্রকারে
তখনই তার প্রেম সঞ্চারের সময় হয়, আপ্ত প্রেম গুপ্ত নয় অমৃত কয়
যে জন চিনেছে সেই জগৎ স্বামী, কামে থেকে হয় নিষ্কামী
তার মত আর নাইক প্রেমি, প্রেমেতে খেলে সাঁতার।।
খণ্ডিতা বিরক্তিমান জ্ঞান শূন্য যার উৎকণ্ঠে,
যার কৃষ্ণ নিষ্ঠা আছে মনেম কি করবে কাম ইন্দগণে,
বৃন্দাবনধাম যাতে অনা’সে, জল হতে পদ্ম যেমন প্রকাশে,
গোঁসাই গুরুচাদ কয় গবের পক্ষে এত গান নয় সবারই শিক্ষে
এতে আছে দীক্ষা শিক্ষা, বিষামৃত দুইটি ধার।।