অধীন পাগল কানাই কয়, চইড়া পোড়া প্রেমের নায়,
রাত্র দিন বৈসা ভাবি হায় রে হায়।
ডুব ডুব ডুব সাধের তরী,
কখন যেন ডুবিয়া মরি,
কখন যেন হেঁচলা টানে আমার প্রাণ যায়।
একেত মোর জীর্ণ তরী
পাপের বোঝায় হইছে ভারী
কেমন যে দিব পাড়ি,
আমার পারের সম্বল নাই;
এই ভাঙা নৌকা বাইতে বাইতে আমার দিন যায়।
মোন ওরে মন বেপারী
এ ভব নদী দিবি পাড়ি,
শ্রীগুরু যার আছে কাণ্ডারী,
তার পারের ভয় নাই;
অনায়াসে সে পাড়ি দিয়ে পারে চলে যায়।
:: গুরুতত্ত্ব