নাইয়া রে আমি কূল পাইলাম না
কালমেঘে সাজ কইরাছে পরাণ যে আর মানে না
কিনারা ভিড়াইয়া যাইও নাও যেন ডুবে না
ঢাকার শহর রং বাজারে রঙের বেচাকেনা
মদনঞ্জের মাজন মোরা ঐ ঘাটে যাইও না রে
ভাইবে রাধারমণ বলে এই পারে বসিয়া রে
তুমি সকলেরে তরাইলায় গুরু
আমার দিন যে গেল গাইয়া।।