ভবঘুরেকথা
বিজয় সরকার

আমায় আর ভুলতে দিয়ো না তোমারে,
আমি ভুল পথে অনেক দূর গেছি দয়াল
ফিরায়ে লও আমারে।।

রঙিনফুলের মায়ায় ঘেরা পথে নিয়ত
রূপের নেশায় দিশেহারা পতঙ্গের মতো;
আমি চলিয়াছি অবিরত
মরণের ওই দুয়ারে।।

কাজ না করে পাবার নেশা পেশা হলো তাই
খাজনা বন্ধ করে আমি দাখিলা পেতে চাই;
আমি যতো না পাই ততো লাফাই
হামবড়া অহংকারে।।

নিবৃত্তি ভুলেছি আমি প্রকৃতির আদেশে
সোনার স্বপন দেখেছি শুধু বাসনার বশে;
আমি তোমাকে না ভালোবেসে
বাঁধা আছি আঁধারে।।

পাগল বিজয় বলে, ভুলের পথে জীবন গেলো প্রায়
এখন কূলের তরী খুলে দিলাম তোমার ভরসায়;
তুমি কান্ডারি হয়ে আমার নায়
পার করো ঘোর আঁধারে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!