(তাল – ঝাপ)
হরি এল ওড়াকান্দী
নামে জগৎ মাতালরে।
নামে জগৎ মাতালরে – নামে জগৎ মাতালরে।।
১। নামে প্রেমে বোঝাই করি, ছেড়ে দিল নামের তরী।
তোরা এই নাম নিবি বদন ভরি,, মনেরি পুলকে রে।।
২। ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য, তাঁতি-সবে এক ভাই একই জাতি।
জাতির গৌরব ছাড়ি বল হরি, নামে যাও মাতিয়ারে।।
৩। ঘুচাও সবে মনের ভ্রান্ত, এই হরি নাম সূক্ষ্মশান্ত।
হল চারি যুগের মহামন্ত্র (হরি) নাম সংকীর্ত্তণ রে।।
৪। (হরি) নামেতে যার ভব-ব্যাধি, পান কর নাম নিরবধি।
ঐ দেখ নাম বিনে এ তিন ভুবনে, বন্ধু কেহ নাই রে।।
৫। নাম বিলায় সেই হরি গোসাই, বলে নাম ভিন্ন গতিনাই।
এমন শুভদিন আর পাবিনা তাই, দীনবন্ধু বলি তোরে।।
…………………………
রাগিনী – ভজনা