(তাল – একতাল)
হরি প্রেম মদের নেশা, নেশা যার লেগেছে।
হয়ে মত্ত মাতাল, হালছে বেহাল, প্রেমের মদ খেয়ে,
সে মেতে গিছে, হারে মেতে গিছে।।
গাঁজা ভাং ধুতরায় কি করে, মুষ্টিযোগ দিলে যায় সেরে,
যার লেগেছে, প্রেমের নেশা, ও তার অনুক্ষণ বাড়ে,
ও সে নেশার ঝেঁকে প্রলাপ বকে, সাইজি বলে হাই ছাড়তেছে, শুধু হাই ছাড়তেছে।।
প্রেমের নেশার নাই বিরাম, তিলেক দন্ডে নাই আরাম,
কখন বলে হরেকৃষ্ণ, কখন বলে রাম, ও সে নেশার ভরে,
নৃত্য করে, নয়ন জলে ভাসিতেছে হারে ভাসিতেছে।।
প্রেমের নেশাতে পাগল, ও সে কেটে ভবের গোল,
আর কোন বোল নাইরে মুখে, কেবল বলছে হরিবোল,
তার হরির নামে, লোমে লোমে সর্ব্ব অঙ্গ জ্বারিতেছে, হারে জ্বারিতেছে।।
প্রেমের নেশাতে অজ্ঞান, ধর্ম্ম পূণ্য দেয় না স্থান;
অষ্ট পাশের দফা সারা, বেদ বিধি মানবে কেন, ও তার
সন্ধ্যা আহ্নিক, নাই কোন ঠিক, মন মানুষে, মিশে গিছে হারে মিশে গিছে।।
স্বামী মহানন্দ কয়, প্রেমের মদ নিবি কে আয়,
শ্রীগুরুর আনন্দ মেলায়, প্রেমের মদ বিকায়,
বলে তারকচাঁদে, বিষয় মদে, অশ্বিনী ভুলে রয়েছে হারে পড়ে পেচে।।