(তাল-কাশ্মিরী)
কেউ যদি ঢেউ ধরতে পার, প্রেম সরোবরে।।
অখন্ড ব্রহ্মান্ড সে ঢেউ, চলে ভেদ করে।।
ঢেউ লেগেছে যার অন্তরে, সে কি ঘরে রইতে পারে,
ঝাঁপ দিয়ে সেই প্রেম সাগরে, আর ফিরে এলনা ঘরে।।
ঢেউ লেগে কেউ হয়েছে মাতাল, মাতাইল আকাশ পাতাল,
জয় করে সেই কাল মহাকাল, ঢেউ দিয়ে জগৎ পাগল করে।।
দুই এক জনার যোগ ভাগ্যে, পাগল হল সেই ঢেউ লেগে,
তনুজ্বলে অনুরাগে, প্রেমানন্দে নৃত্য করে।।
ঢেউ লেগে সেই গোলোক পাগল, মুখেতে নাই আর কোন রোল,
জয় হরিবোল গৌর হরিবোল, বলে সদায় হুঙ্কার ছাড়ে।।
মহানন্দ সেই ঢেউ ধরি, রেখেছে ঢেউ হৃদয় পুরী,
মাতাইল পুরুষ নারী, অশ্বিনী তুই মাতলি নারে।।