(তাল-খেম্টা)
এই কি ছিল তোমার মনে বুঝিতে নারি।
তুমি মনের মত দুঃখ দিয়ে, ঘুরাতেছ বিদেশ ভরি।।
১। তোমার নাম গুন গেয়ে গেয়ে, বেড়াতেছি ঘুরি।
আমার সঙ্গের সাথী আর কেহ নাই, মনে বড় দুঃখ ভারী।।
২। বহুদিন ভ্রমিয়ে শেষে, কামপুরেতে পড়ি।
আছে সেই গ্রামে এক দস্যু বিপ্র প্রাণে কষ্ট দিচ্ছে ভারি।।
৩। বহু কথা জিজ্ঞাসিল, বলিতে না পারি।
বলে কটু বক্য ক্রোধ ঐক্য, চুপ করে রই ধৈর্য্য ধরি।।
৪। পাঠালে তুমি অর্ন্তযামী, এলেম একা পাড়ি।
আমার মনের কথা সকল জান, তবে কেন বিপাকে পড়ি।।
৫। হরি গোসাই বলে এবার, ছাড় জুয়াচুরি।
তবে পাবি দেখা বাঁকা সখা, দীনা কেন বেড়াও ঘুরি।।
…………………………..
রাগিনী-লম্পট