(তাল-খেম্টা)
মন্দিরে চল মন আমার,
ঐ দেখ দিন ফুরাল কাছে এল, মরণ তোমার।
মন তোর ফেলে গরল, হইলে সরল,
মিলবে হরি অনিবার।।
১। বিশ্বাস আর প্রেম ভক্তি দিও চরণে,
হরি উদয় হবে হৃদয়, দ্বিদল আসনে।
তবে রূপের ছবি দর্শন পাবি,
নাম সুধায় পুরবে উদর।।
২। ভক্তির জোরে শ্রীমন্দিরে হরির অবস্থান,
দিবানিশি ভাব বসি যুগল চরণ।
হবে বাঞ্ছা পূরণ পাবি দর্শন,
শান্তি হরি একান্তর।।
৩। চরণ পাশে রবি বসে ওরে পাষান মন
দেও সপে যুগল রূপে রাখবি দুনয়ন।
তবে রূপ নিরখি রেখে আঁখি,
থাকবি আনন্দ অন্তর।।
৪। হরি চাঁদের রূপের কিরণ, লাগে যদি গায়,
আকুল প্রাণে নিশিদিনে হরিগুণ গায়।
ওরে শুনরে দীনা ঐ রূপ বিনা-
যায়না মনের অন্ধকার।
……………………..
রাগিনী লম্পট