(কতাল-কান্ডয়ালী)
আর কত বুঝাব তোরে বল দেখি আমায়
বুঝাইলে বুঝা মাননা এ ভারি বিষ্ময়।
তোর বুঝ নিতে কি জনম যাবে, সাধন ভজন করবি কবে,
শুনে নেরে নিঘুর ভাবে, কে কোন খানে রয়,
১। নাভি মুলের অগ্রভাবে সূর্যের স্থিতি,
তাহার অগ্রে বকায়ু পিত্ত, করে বসতি।
তালু মুলে চন্দ্রের বাস, রাহু করে সর্ব্বনাশ,
অকালেতে গিয়ে রাহু গ্রাস করে তাহায়।।
২। ঋতুকালে চন্দ্র সূর্যের যদি হয় মিলন,
সেই দিবসে পুর্ণিমা, জেনে লবে মন।
দীপ্ত করে সপ্ত তাল, স্বর্গ মত্ত পাতাল ভূতল,
পূর্ণ হয়ে পূর্ণ চন্দ্র জম্মে দুনিয়ায়।।
৩। কাম রাহুর ঐ উত্তেজনে চন্দ্র কম্পিত,
গ্রাস করে না যেন সদা থাকো, হুসিয়ার মত।
হবি যদি সর্ব্ব জয়ী, জানিসনে আর গুরু বৈ,
রবির সুতে কোন মতে, ছোবে না তোমায়।।
৪। আদিত্য কয় অজ্ঞানতায়, রবি কতদিন,
জন্মে জন্মে সাধন বিনে, করলি দেহ ক্ষীন।
হরি গোসাইর পদে নত, হয়ে থাকগে মনের মত,
দীনা তোরে বলব কত, তত্ত্বেরি বিষয়।।
………………………………..
তত্ত্ব গীতি
রাগিনী-বিরলা