(তাল-যৎ)
ওরে মন হরিনাম এল ভব ভয় ঘুচাতে।
গৌর নিত্যানন্দ লয়ে ভক্তবৃন্দ, জীবের মন্দ সন্দ নাশিতে।
গৌরচন্দ্র প্রেমের সিন্ধু, জীবকে দিতে প্রেমবিন্দু,
দণ্ডধারী কাঙ্গাল বেশে বেড়ায় প্রেম যাচে,
মুখে রা রা রা রা বলে অম্নি পড়ে ধরাতে।
ভজ মন মনে প্রাণে, চিন্তা কর নিশিদিনে,
দেখতে পাবি নিত্য ধনে হৃদয় মাঝেতে,
ও নাম প্রহলাদ ভক্ত জপে অবিরত, পেল প্রাণদান অগ্নিতে।
নারদ বাজায় বীণাস্বরে, নাম বিনা রইতে নারে,
পঞ্চানন পঞ্চ স্বরে করে সংকীর্তন,
ও নাম পার্বতী লয় পরম সুখে, জপে ব্রহ্মা আদি দেবেতে।।
হরিচাঁদ প্রেম ভিক্ষারী, গোঁসাই গোলক করণধারী,
মহানন্দ নেচে বেড়ায় প্রেমানন্দেতে, গোপালের কপাল মন্দ,
অজ্ঞানান্ধ, কেনে পারবি তুই সে প্রেম নিতে।
……………………………………………………..
শ্রীগোপাল চন্দ্র বিশ্বাস