(তাল-একতালা)
যদি হবি প্রেম তীর্থবাসী, প্রেম অভিলাষী,
(এবার) গোঁসাই তোরে দয়া করে, নাম রাখবে সেবাদাসী, (প্রেমের সেবাদাসী)।।
যদি মনের মত হয় কাম, কিসে পুরবে মনস্কাম
কাল হল তোর কাম, কর সেবা কাম
পুষ্প বানায়ে কামিনীয় কোলে বসি, প্রেম জলে ভাসি।।
যদি গুরুপদে হয় আর্তি, ঘটবে মধুর রতি,
দেখবি রসরাজ মূর্তি, কর বীজ হীন প্রেম পিরীতি
ভাসিয়ে দাও একাদশী পূর্ণ পৈশাচী।।
কাজ কি আর সাধ্য সাধন, করে আত্ম নিবেদন,
চিনে নেও আত্মার মন, কাজ কি করে তীর্থ ভ্রমণ
কাজ কিরে গঙ্গাবাসী, গঙ্গাতুলসী।।
(এবার) ছেড়ে দেও গো ফলাফল, কল্পতরু কল্পফল,
কাজ কি মোক্ষ ফল, হও সদানন্দ হাল ছেড়ে বেহাল
সামাল ওর দিবানিশি, কিবা বাঞ্ছসি।।