(চালক)
কোথা হতে মানুষ এল, জগত আলো করে এলো,
লয়ে তার বালাই, মরে যাই ওগো ভাই।
সই তার খঞ্জন গঞ্জন নয়ন গো
ভব রঞ্জন নয়ন অঞ্জন গো।।
হেরে গমন মরাল বারণ গো
দোঁহে বনে যায় জ্বলে যায় জীবন গো।।
শুনে বাঁশি স্বর পিকবর ধিক মানি গো
দুঃখে বনবাসী হ’ল লয়ে অভিমানী গো।
হেরে অধরে অধর হাসি গৌরকায় গো
হয়ে তাড়িত তড়িৎ ও লুকায় কায় গো।
করি অরি হরি হেরি, হরি কটিদেশ গো
করি হরি প্রতি দ্বেষ ছাড়ে নিজ দেশ গো।
মিল-তাল-একতালা
গৌররূপে দিয়ে নয়ন মহানন্দের ভাসে বয়ান,
বলে আয়রে হরা আয়রে তোরা, দেখছে তারক রূপ অক্ষয়।।
……………………………………………………………
হরিবর সরকার