(তাল-ঠুংরী)
ও সজনী আমি কেন বা গেলাম ও সুরধনীর কুলে।
দেখলাম কি অপরূপ মনোহরা রূপ, নয়ন গেছে ভুলে।।
স্বর্ণ কুম্ভ কক্ষে করি, আমি আনতে গেলাম গঙ্গাবারি, ও সহচরী
ঘাটে না যেতে ভরিল কলসি, দু’নয়নের জলে।।
দেখবি যদি আয় গো দিদি, অতি নির্জনে গড়েছে বিধি, সে গুণনিধি
সে যে হরি কথা বিনে কথা কয় না জীবন গেলে।।
মুখে হরি হরি বলে, প্রেমাবেশে হেলে দুলে, পড়েছে ঢলে
কেঁদে ভুরুর কাজল, হয়েছে জল নয়ন জলে জলে।।
তারক ব্রহ্ম হরি বলে, মহানন্দ ধরাতলে, কে ধরে তোলে
দেখে ভূতলে শয়ন, আমার নয়ন উত্থলে।।
হরের এ হৃদয় মন্দ, মনচোরা মহানন্দ, বলে প্রেম সন্ধ
পালি পথে রতন, করগে যতন, রাখগে হৃদয় তুলে।।