(তাল-একতালা)
এল বসন্ত কাল, শ্রীনন্দদুলাল দেশে নাই,
অসুখে মনোদুঃখে কাঁদে তার সাধের রাই।
বিনা চিকন কালা, সয় না জ্বালা, হল কুল বালার কি বালাই।।
কাল আসিবে বলে হরি, ব্রজ ভুবন পরিহরি, গিয়াছে কানাই।
সখী কতকাল, হইল গত, আমরা আশা পথ পানে চাই।।
না জানি কি অপরাধে, কৃষ্ণ হারা হয়ে রাধে, কাঁদিছে সদাই।
ধরা শয্যাগত, মৃতবৎ রাই’র, জীবনের আর আশা নাই।।
শুস্ক প্রায় তরুলতা, মৃতপ্রায় চম্পকলতা, প্রফুল্লতা নাই।
কাঁদে কোলের শিশু, বনের পশু, তার কমলি শ্যামলী গাই।।
সুবলাদি রাখালগণে, কেঁদে ফিরে বনে বনে, আয়রে কানাই ভাই।
কাঁদে গোপনে, গোপিনীগণে, তারা দিন গণে আর ছাড়ে হাই।।
শ্রীহরিচাঁদের অভাবে, কাঁদিছে গোপিনীসবে, পাগল ভাব সবাই।
হল পাগল পারা, জীয়ন্তে মরা, হ’রের কেবল মরণ নাই।।
……………………………………………………………
হরিবর সরকার