(তাল-গড়খেমটা)
নাস্তানাবুদ খানে খারাপ করিল গৌরহরি।
আমার জাত কুলের পর কাঁটা দিয়া, করিল দেশান্তরী।
আমার জীবন যৌবন কুলমান, সব করেছি সম্প্রদান,
ছাড়লেম পতি কুলবতী নারী।
তোর মনোহরা রূপ মনে হলে, ধৈর্য ধরতে নারি।
আমার গৌর বিনা জ্বলে কায়, ঘরে গুরুজনার ভয়,
ফুকরিয়া কাঁদিতে না পারি।
আমি একা নয় গোপনে, কাঁদে পাড়ার যত নারী।
মন ভুলানো তনুখানি, নিষ্ঠুরের শিরোমণি,
দেখেছি আর কেমনে পাশরি।
তোর দয়া নাই তবু ইচ্ছা হয়, তোর বালাই লয়ে মরি।
আমি ছাড়ব না তোর রাঙ্গা চরণ, তরি বা না তরি।