(তাল-গড়খেমটা)
গৌর বলে কাঁদবি যদি নিরবধি, নাম করিস তাঁর প্রেম করিসনে
নাম শুনে প্রাণ জুড়ায় নামটি ভাল, প্রেম ভাল না কোনদিনে।
নামেতে মোক্ষ ফলে, বেদে বলে, জীব তরে যায় নামের গুণে,
নিষ্ঠুরের প্রেমে মজা, বিষয় সাজা, জ্বালায় জ্বলে মরবি প্রাণে।
প্রেমেতে জীর্ণ করে, মানুষ মারে, কামিনীর কাম বিচ্ছেদ বানে,
কুলমান যায় গো আগে, শেষ বা ঠেকে, তা জানে সামর্থাগণে।
সুধন্বা তপ্ত তৈলে, কৃষ্ণ বলে, শিবের গলে মুণ্ড ফেলে,
অজামিল বৈকুণ্ঠে যায়, প্রহলাদের হয়, জীবন রক্ষা বিষাগুণে।
নামেতে নিষ্ঠারতি, শান্ত ভক্তি, শান্তিহরির নাম শ্রবণে,
অশান্ত প্রেমের রীতি, বিষের বাতি, শান্তি নাই এক ক্রান্তি মনে।
যদি প্রেম করবি তোরা, মানুষ ধরা, প্রেম করগে তাঁর ভক্তির সনে,
ঐ প্রেমে মহানন্দ, পাগলা ছন্দ, তারক কাঁদে ভাব না জেনে।