(গড়খেমটা)
সবে কয় গোপীর ভজন রাগের করণ, কই গো তা কোথায় মেলে।
গোপীর ভাব বলে কারে তাই রে নারে, ঐ জায়গায় গোল বাঁধালে।
গোপীর ভাব রসামৃত ভাবাশ্রিত, ভাব নিয়া না গৌর হলে,
গোপীর ভাব কৃষ্ণ সেবা গৌর হারা, কেন বা সঠিক সঙ্গ নিলে।
ছয় গোঁসাই পঞ্চ রসিক, দেখ করে ঠিক, গোপীর ভাব কে বর্তাইলে,
কোন গোপীর ভাব সম্বন্ধে, রামানন্দে, দেব দাসীর সেবাত হলে।
আট শক্তি বানের ভজন, রূপ সনাতন, প্রভুর কাছে শিক্ষা নিলে,
টলাটল মধুর রতি বর্তাইতে, কই শক্তির সঙ্গ নিলে।
চণ্ডীদাস রজকীরে সঙ্গে করে, মুখোমুখি হাতে গলে,
লছিম আর বিদ্যাপতি কোন পিরীতি, কেউ কাহারে ছোঁয়া না ভুলে।
গোপীর ভাব দেহ অর্পণ, জীবন নয়ন, এ দেহ সে কৃষ্ণের বলে,
কেন বিল্বমঙ্গল, অন্ধ হল, কার চক্ষু বিন্ধিয়া দিলে।
গোপীর ভাব কোন ভাবেতে মিশাই তাতে, কার সাথে কার ভাব মিশালে,
তারক কয় পাগল যারা, গোপী তারা, ধরগে তোরা সেই পাগলে।