(তাল-যৎ)
শ্রীদাম ভাই দুঃখ জান না,
দুঃখ জান না, ও কেউ জানে না,
সমান দুঃখের দুঃখী নইলে, তারে দুঃখ জানব না।
কলির জীব কলুষেতে, মোহ মোহিতে ভূ-ভারতে,
ভার হরিতে এ জগতে, এ ভার ত কেউ নিল না।
জীবকে দিতে প্রেমভক্তি, শক্তিময়ী দিলেন শক্তি,
নিতাই দিলেন উপশক্তি, অদ্বৈতের বাসনা।
আমার যে গৌরাঙ্গ হওয়া, গৌর অঙ্গে অঙ্গ ছাওয়া,
কাল অঙ্গে ঝাঁপা দেওয়া, আর ত কারো সাধ্য না।
যার রসেতে তনুমাখা, ছিলাম ব্রজের ভঙ্গী বাঁকা,
রসান দিয়ে সেই রাধিকা, দিল রূপ কাঁচা সোনা।
ব্রজে রাধার প্রেম তরঙ্গ, হেমাজ মাঝে কালভৃঙ্গ,
কদম্ব নন্দী পীতাংগ, অঙ্গে অঙ্গে সাধনা।
স্রোত বহি মধুর রসে, মোহনচূড়া গেছে ভেসে,
দণ্ডধারী কাঙ্গাল বেশে, চূড়া রাখতে পারলাম না।
কাজ কি চূড়া চাঁচর কেশে, কাজ কি আমার সুখের বেশে,
কেশ মুড়াইয়া যাই সন্ন্যাসে, আর ত ঘরে রব না।
যে দেশে মানুষ স্থিতি, পাব কি তার অক্ষয় রতি,
পেয়েছি তার ভাবকান্তি, তাতে শান্ত হব না।
আমার গোঁসাই হরিচাঁদ বলে, প্রাণ কাঁদে যে মানুষ বলে,
সে ভাব দিব আচণ্ডালে, কারে বাকী রাখব না।
ভাব গ্রহণে কাঁদে গোলক, আপনি মেতে মাতাল লোক,
ভাব নিলি না কর্মী তারক, গ্রন্থি পাতক গেল না।