(তাল-ঢিমেতেওট)
তুই বল কানাই, কেন হলি ভাই সন্ন্যাসী।
লুকায়ে কাল অঙ্গ, হলি গৌরাঙ্গ,
করে করঙ্গ একি রঙ্গ কালশশী।
অঙ্গে হলুদ মেখে, ত্রিভঙ্গ রূপ ঢেকে,
মেগে খাস ভিক্ষা ঝাঁপিয়ে কালরূপ রাশি।
৭২ নং গানঃ তাল-যৎ
সে ধনীর কি দয়া নাই, মায়া নাই,
তোরে পথের কাঙ্গাল কে করেছে হারে ভাই।
কেন দীনহীন কাঙ্গালের মত, রা রা বলে ছাড়তেছিস হাই।
হা হুতাশ বাতুলের মত, কেঁদে বেড়াস অবিরত,
ভাইরে আত্ম বন্ধু কি কেউ সংসারে তোর নাইরে।
তোরে যে করেছে দীনেরও দীন, আছিস তাহার কি ধনে ঋণ,
ওরে কানাই।
কেঁদে বেড়াস নিশিদিনে, এই কি সহে আমার প্রাণে,
ভাইরে, তোরে এমন দশা, কেন করল সাই রে।
হয়ে কি ধন হারা, কাঁদিস গোরা,
কেন করিস হা-রাই হা-রাই।
যদি রাখি হৃদ সরোজে, তথাপি তোর পদে বাজে,
ভাইরে, তাতে কুশাঙ্কুর ফুটিছে সদাই রে।
ও চরণ দেখে নয়নে, দয়া কি হল না মনে,
তার মনে ছাই।