(তাল-ঠুংরী)
ও তুই চল চল চল আমার বাসে, সে ওরে পীতবাস।
ও তুই আয়রে কানাই সত্বরে যাই, ছেড়ে দে ভাই চির সন্ন্যাস।
দিয়ে রাঙ্গা পদে কুমকুম চন্দন, করব সদা চামর ব্যঞ্জন,
ভাইরে, কানাই আয়রে আমার মনাগুন নিভাই রে,
লিখল তোর ভাগ্যে, দেশান্তর বিধি, কোথায় রে, সেই বিধাতার বাস।
চরণ অলক্তা দিয়ে, দেখব রে নয়ন ভরিয়ে,
ভাইরে, দিয়ে রাধাপদ্ম, পাদপদ্ম সাজাইরে,
দিব ভুরুতে কাজলের রেখা, চূড়ায় পাখা এই অভিলাষ।
পূজিব সাধ্য উপাচরে, বেদ ত্যক্তা ব্রজাচারে,
ভাইরে, আমি মুঢ়মতি উচ্ছিষ্ট জ্ঞান নাইরে।
আয় যাই ত্যজ্য করে ডোর কপ্নি বাস, কেন করিস তুচ্ছ উপবাস।
যদি একাদশীর দিনে, মিষ্ট ফল পাই কোন খানে,
ভাইরে, আমি কারে দিব কানাইরে,
তুই না খেলে ফল সকল নিস্ফল, করিব বিফল জীবন নাশ।
মিলঃ তাল-ঢিমেতেওট
হয়ে সংসার বিদ্বেষী, হইও না বিদেশী,
তোমার ভাব দেখে, হরিবরের মন উদাসী।
……………………………………………………………..
হরিবর সরকার