(তাল-যৎ)
বেধে প্রণয় ফাঁদে, পরাণ কাঁদে, প্রবোধ মানে না।
কেন ছলনা চল না দেখতে ব্রজ ললনা।
কোথা মধুবন, কোথা নিধুবন,
আমি বিধুমুখীর কুঞ্জবনে বুঝি গেলাম না।
আমার বন্ধু নাই, আমার বান্ধব নাই,
আমার আত্মা নাই বিনে রাই ব্রজঙ্গনা।
প্রাণেশ্বরী বিনে, কাঁদি নিশিদিনে,
আমার মনের দুঃখ মনে জানে, অন্যে জানে না।
মিল তাল-একতালা
নয়ন জলে জীবন জ্বলে, মহানন্দ ডেকে বলে,
রাধার চরণ পদ্ম দুরারাধ্য, তা বিনে নাই হরির গতি।