(তাল- একতালা : আগমনী)
আমায় শান্তি দে মা শান্তিময়ী ঠাকুরাণী।
তুমি উৎকলবাসিনী, লক্ষ্মী স্বরূপিনী, লোচন নন্দিনী এদানী।
জগবন্ধুর মানবলীলা হরিচাঁদের প্রেমের মেলা,
ভক্তে দেয় করঙ্গের মালা, হরিচাঁদ গৃহিণী,
যত হরিবোলা ম’তো মাতাল, জগত মধু ত্রিতাপ তাপিত জননী।
কোন গুণে বর্ণিব মা তোর মহিমা অপার,
আমি ত পাষণ্ড ভণ্ড দুরাচার।
মা তোর ওড়াকান্দি পূর্ণ লীলা পূর্ণ অবতার।
মাগো গয়াধামে পিণ্ড দিলে, জীব যায় বৈকুণ্ঠে চলে,
পুণ্য শেষ হলে মর্তে আসে পুনরায়,
মা তোর কামনা সাগরে ডুবলে বাঞ্ছা পূর্ণ তার
মাগো জীব তরাতে ভবে এলে, আমি অধম পড়ে রলেম ভুলে,
কৃপা কি হবে না এ অধমের উপরে।
তুমি কৃপা কর, ও কৃপাময়ী, মধুসুদনে এবার।
………………………………………………………………………
শ্রী মধুসূদন সরকার