(তাল-গড়খেমটা)
হরি বিনে আর কেহ নাই ভবে।
কত অপরাধে অপরাধী, কতদিনে দয়া হবে।
আমি অধম মুঢ়মতি, না জানি ভজন স্তুতি,
আমি না জানি সাধন, না জানি পুজন, চরণ দিবে কি না দিবে।
সত্যযুগে ছিলেন হরি, ত্রেতায় রাম ধনুকধারী,
তুমি দ্বাপর যুগে করলে লীলে হরি গোপী মনোৎসবে।
গৌর লীলা সাঙ্গ করি, ওড়াকান্দি এলেন হরি,
লয়ে ভক্তবৃন্দ সঙ্গে করি, এবার হরি প্রেম বিলায়।
বলে গোঁসাই লক্ষ্মীকান্তে, প্রাণ সপে দে শ্রীপতিকান্তে,
রাধা দেখবি সদায় হৃদয়কান্তে, হরি শান্তিময় দেখিবি।
…………………………………………………………….
শ্রীরাধানাথ শিকদার