শচীপতি বসে আছে সাধনের সন্ধান জেনে।
ও সে ক্ষণেক হাসে ক্ষণেক কান্দে ক্ষণেক পদ্মাসনে।।
হরিচাঁদের সঙ্গে খেলা করে বসে রোজ দু’বেলা,
নয়নে মিলায় গো মেলা, ও ভাব লক্ষণে।।
সেই যে মেলার দক্ষিণ ভাগে, আপনি শ্রীপতি জাগে,
মাতা মঞ্জুলিকা তার বামভাগে, আছে যুগল মিলনে।।
শচীপতির বাক্য নিলে, এই মেলা তোর যাবে মিলে,
প্রেমচাঁদরে তুই রইলি ভুলে, তত্ত্বভেদী হলি নে।