এ মায়া-সংসারে ঘিরেছে আমায়
এ মায়া-সংসারে ঘিরেছে আমায় সপ্তরথীতে।
আমি পড়েছি এই মায়াচক্রে চক্রব্যূহতে।।
আমার মন কুমতি দুর্যোধন, তার সঙ্গে রথী ছয়জন।
আমার বধিতে আইল প্রাণ অন্যায় যুদ্ধেতে।।
কাম কর্ণ মহাবীর, তার শরে প্রাণ জরজর,
ম’লাম ক্রোধ-দু:শাসনের দুষ্ট শাসনেতে।।
ঘিরেছে লোভ-শকুনি, মোহ কৃপ, মদ অশ্বত্থামাতে,
মাৎসর্য সে দ্রোণাচার্য দুর্জয় জগতে।।
শুনিয়াছি আগমমন্ত্র, নাহি জানি নিগমতন্ত্র,
এ সময়েতে কোথায় পার্থ, অনুরাগ পিতে।।
ভজন-সাধন পাণ্ডব-সৈন্য, সঙ্গেতে মোর কেউ নাই অন্য
এখন আমার পূর্ণ তূণ শূন্য হ’ল এ পাপ রণেতে।।
অভিমন্য নিধনকালে ডেকেছিল কৃষ্ণ ব’লে,
অন্তরের ভাগ্যে তাই ঘটিল, ভয় কি ভবেতে।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- কেঁদুলীর মেলায় বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম, মূর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান প্রভৃতি জেলা হইতে সমাগত বাউলদের নিকট হইতে বিশেষভাব গৃহীত বাউল গান।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….