আগে সত্যবাদী
আগে সত্যবাদী, জিতেন্দ্রিয় হও রে আমার মন।
সাধনের মূল সাধন।।
বলি, মন, তোরে বারে বারে,
যেন পিতৃধন তোর না লয় চোরে,
থাকতে হবে জ্যান্তে ম’রে
পুরুষ-প্রকৃতি দু’জন।।
বাহ্য দেহ গেলে হবে সে ভাব উদ্দীপন;
তখন আপনি পুরুষ কি প্রকৃতি,
থাকবে না তার কোন স্থিতি,
অকৈতব যেন ক্ষিতি, বাক্য নাই,
সুনির্মল রসিক জনা সেই তো ভাই।
যেমন স্বাতী নক্ষত্র-জলে, গজে গজ-মুক্ত ফলে,
চৈতন্যেরি কৃপা হ’লে,
উদয় হয় প্রেম-রত্ন ধন।।
যেমন আগুন, পারা-দুই জনাতে সমভাব,
সে হবে নিক্তির কাঁটা, থাকবে না তায় খাদ বাঁটা,
ধর্মপক্ষে হবে আঁটা নিশান-সই,
রণভঙ্গ দিবে না তায় সমজয়ী।
থাকে আগুন, পারা ফুটের দ্বারে, এ কথা আর বোলবো কারে,
আপনি ম’রে পরকে মারে,
প্রাপ্তি হয় তার নিত্যধন।।
হাতে গলায় বাঁধি দোঁহে এক ঠাঁই,
যেমন মুখ থাকিতে বাক্য বন্ধ,
চক্ষু থাকিতে অন্ধ,
কিছু নাই কামেরি গন্ধ
মনে তার,
শুদ্ধ প্রেম ক’রে এবার হবে পার।
আমার মানুষ-চাঁদের মনের আশা,
সাপেরি মুখে ভেকের বাসা,
প্রকারান্তরে বললেম তোরে,
করগে যা সত্য সাধন।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পর্যায়ের গানগুলি বীরভূম, বাঁকুড়া, মোদিনীপুর, বর্ধমান, নদীয়া, চব্বিশ পরগণা যশোহর, ফরিদপুর, মুর্শিদাবাদ প্রভৃতি জেলার নানা স্থান হইতে বিভিন্ন সময়ে সংগৃহীত এবং এই মতবাদের সাধিকা নবদ্বীপের শ্রীমতী অমিয়বালা দাসীর গানের সংগ্রহ খাতা ও ঘোষপাড়ার নিকটবর্তী মদনপুরের ফকির আকবর শাহের সংগীত সংগ্রহ খাতা হইতে গৃহীত।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….