আগে তোর ষোল আনা করগা ঠিক
আগে তোর ষোল আনা করগা ঠিক।
নদীর তলে ফাঁদ পাইত্যা চান্দ ধরবি যদি অ রসিক।।
একদিন দুইদিন কইরারে মন পূর্ণিমাতে হওগা ঠিক।
সেই পূর্ণিমার চান্দ নদীর তলে লালজলে করে ঝিকমিক।।
গুরুর কাছে ভাববস্তু আছে, তার কাছে ডুব-সাঁতার শিখ।
সেই নদীর পারে গেলে পরে জ্ঞান হইয়া যায় দিক্-বিদিক।।
সেই নদীতে কাম-কুম্ভীর আছে, ধইরে খায় সব অরসিক,
যদি চান্দ ধরিতে কুমীরে খাইল, পাগলারে, তোর জীবনে ধিক।
পুলিন কয়, সে চান্দ ধরবা যদি সাধনেতে হওগা ঠিক।।
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পর্যায়ের গানগুলি ঢাকা জেলার নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ মহাকুমার বিভিন্ন স্থান হইতে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজের কয়েকজন ছাত্র কর্তৃক সংগৃহীত। রচয়িতাদের মধ্যে অনেকেই পূর্ববঙ্গের বাউল।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….