ভবঘুরেকথা

আমার ভিতর আমি কে

আমার ভিতর আমি কে, তার
খবর রাখলি না।
শুধু ‘আমি’ ‘আমি’ করে বেড়াও
সেই ‘আমি’ বল কোন্ জনা।।

খাই না আমি ভাত কি তরকারি,
ময়ান-দেওয়া খাস্তা লুচি
কিংবা খাস্তা কচুরি;
খাই না মুড়ি-মুড়কি, মণ্ডা-মিছরি,
আমি খাই না মাখন-ক্ষীর-ছানা।।

শাল-দোশাল পোশাক নয় আমার।
রং-বেরংয়ের কোট-কামিজে
আমার কি দরকার?
ছেঁড়া টেনা কৌপীনখানা
তাও তো আমার লাগেনা।।

রায়বাহাদুর খেতাব নয় আমার,
উকিল-মুন্সেফ নই কো আমি
জেলার ম্যাজিষ্টার।
নই কো আমি মুটে-মজুর,
বড়লোকের খানসামা।।

নই আমি সাধু-সন্ন্যাসী,
গৃহী কিংবা ব্রহ্মচারী
নই বনবাসী;
আমার বারব্রত, তীর্থ-যত,
তাতেও নাই কোন বাসনা।।

অষ্টসিদ্ধি, নবতুষ্টি আর
সে সব কথার কথা
আমি মূলাধার;
আমার নাই কো কোন সাধন-সিদ্ধি,
আমার নাই কোন উপাসনা।।

আমার বাসের কোন নাইকো নির্বন্ধ,
বুঝবি কি ভাই, দেহের সনে
কেমন সম্বন্ধ,
ভাই রে, পাখী যেমন গাছে থাকে,
গাছে পাখী ধরে না।।

তোদের মত স্বভাব নয় আমার,
দেখ, কারেও তোরা বাসিস ভালো,
কারেও বা করিস বেজার;
আমি সবার আপনার দেখি,
কারেও আমার নাই ঘৃণা।।

বাজিকর এক জুড়েছে বাজি,
সেই কারখানায় নাম লেখায়ে
নানা সাজ সাজি’;
সাজ খুলে ঠিকানায় গেলে,
কার বল এই ঠিকানা।।

নির্দিষ্ট আমার নাই কো কোন নাম-
গৌর, গদাই, গোপীকান্ত,
কেশব, কেনারাম;
আমার নাই উপাধি তর্কনিধি,
আমার নাই কো জাতির নিশানা।।

দ্বিজ আশুতোষ বলে, যা খুশি যার,
কর গে যা তোরা;
আমি কেবল দেখছি তোদের
কাজের কি ধারা।
দাস গোবনে বলে, গোলোক রে, তোর
অহঙ্কার ষোল আনা।।

……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।

এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!